লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জাল দলিল তৈরি চক্রের মূলহোতা দলিল লেখক মহুবর রহমানকে জাল দলিলসহ গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। আজ সোমবার (২০ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক।
জানা গেছে, দলিল লেখক মুহুবর রহমান তার প্রতিবেশী তোফাজ্জল হোসেনের রেকর্ডভুক্ত সাড়ে তিন শতাংশ জমি গত বছর ২৬ নভেম্বরে অনলাইনে ১১০/৯৪ নম্বর দলিল মূলে সদর উপজেলা ভূমি অফিসে নিজের নামে নামজারির আবেদন করেন।
বিষয়টি জানতে পেরে তোফাজ্জল হোসেন দলিলটির জাবেদা কপি তুলে দেখতে পান যে ওই দলিলটি মহুবর রহমানের নামের দলিল নয় বরং তা মো. জহর উদ্দিন নামে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে।
একই সঙ্গে জাল জালিয়াতি ও প্রতারণা করে হুবহু আরেকটি দলিল তৈরি করে নামজারির জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে তোফাজ্জল হোসেন আগের দিন রোববার লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে সিআইডির সহায়তা চান। অভিযোগটি আমলে নিয়ে ছায়া তদন্তে নামেন সিআইডি লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার।
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দলিল লেখক মহুবার রহমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক জাল দলিল তৈরির সত্যতা স্বীকারও করেন মহুবার রহমান। তার কাছ থেকে ওই জাল দলিলটিও উদ্ধার করে সিআইডি।
গ্রেপ্তার হওয়া মহুবর রহমানের প্রতিবেশী লাভলু মিয়া বলেন, আমার এবং আমার চাচাতো ভাইয়ের ৬১ শতাংশ জমি জাল দলিল দেখিয়ে নিজের নামে খারিজ করার আবেদন করেছিলেন মহুবর। পরে ভূমি অফিস বুঝতে পেরে খারিজ করে দেয়। প্রতারক মহুবর আমাদের আরও একটি জমি তার নামে নেওয়ার চেষ্টা করেছিলেন।
তবে খারিজ প্রক্রিয়ার শেষ ধাপে বিষয়টি ধরা পড়ে। সেখানে দলিলের নম্বর ঠিক থাকলেও দলিলটি মহুবরের না। মহুবর এমন প্রতারণা করে অনেকের জমি জবর দখল করে নিয়েছেন। আরেক প্রতিবেশী আব্দুস সালাম বলেন, আমার পৈতৃক জমি জাল দলিলে দখল করেছেন মহুবর। আমার ছেলে সরকারি চাকরি করায় ঝামেলা এড়াতে মামলায় যাইনি। মহুবরের প্রতারণায় এলাকার মানুষ অতিষ্ঠ।
সিআইডির লালমনিরহাট অফিসের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার মহুবর রহমান একাধিক জাল দলিলের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে জাল দলিলের আরও একটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন মহুবার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।