ভিডিও

শ্রীপুরে পোলিং এজেন্ট আটক

উপজেলা নির্বাচন

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট: মে ২২, ২০২৪, ১০:৫৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

হোসাইন আহমেদ: সারা দেশে চলমান উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে  মঙ্গলবার (২১ মে) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে  মিজানুর রহমান নামে এক পোলিং এজেন্টকে গ্রেফতার করেছে প্রশাসন।  

এ বিষয়ে প্রিসাইডিং অফিসার ইব্রাহীম মোড়ল  জানান, মিজানুর রহমান ঘোড়া প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে সকাল ৭.৩০ এ ভোট কেন্দ্রে প্রবেশের পর বেলা ১১ টায় কার্ড ফেরত দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যান । এছাড়াও কেন্দ্রের বাইরে ভোটারদের উপর মিজানুরের প্রাভাব খাটানোর আশংকাও প্রকাশ  করেন তিনি। নির্বাচন চলাকালীন সময়ে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্বপালনরত অবস্থায় সমর্থিত প্রার্থীর সাথে যোগাযোগ এবং ভোট কেন্দ্রের বাহিরে প্রভাব খাটানোর অভিযোগে মিজানুর’কে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা কেন্দ্রের বাইরে থেকে  গ্রেপ্তার করেন । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত মিজানুর ৯ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আফাজ উদ্দীনের ছেলে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS