ভিডিও

কুড়িগ্রামে জাল ভোট দিতে এসে রিকশাওয়ালা আটক

১৫ দিনের জেল 

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৮:২১ রাত
আপডেট: মে ২১, ২০২৪, ০৮:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জাল ভোট দিতে এসে আবুল কালাম (৩৫) নামের এক রিকশাচালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত আবুল কালাম একই ইউনিয়নের কুমারপাড়া এলাকায় মৃত জহির উদ্দিনের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের জেলের আদেশ প্রদান করেন।

উলিপুর থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আবুল কালাম একবার এসে ভোট দিয়ে গেছেন। পরে আরও ভোট দিতে এলে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের জেল দিয়েছে। 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলা পরিষদ নিবার্চনে ২৮টি ইউনিয়ন ২টি পৌরসভায় ৩১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭ লাখ ৮১ হাজার ভোটার রয়েছে। অপরদিকে তিন উপজেলায় ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন।

অন্যদিকে ভোটগ্রহণ শুরুর আগ থেকেই কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, আমাদের প্রায় ১ হাজার ২শ’ পুলিশ সদস্য তিন উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।                                                



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS