ভিডিও

গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত বিবাদে কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৯:২৩ রাত
আপডেট: মে ২৩, ২০২৪, ০৯:২৩ রাত
আমাদেরকে ফলো করুন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত জেরে মনোয়ার হোসেন (৩০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। আজ বৃহষ্পতিবার (২৩ মে) বিকেল আনুমানিক ৫টায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন ওই এলাকার মোঃ আব্দুস সালাম মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করেছে।

নিহত মনোয়ার হোসেনের ভাই আব্দুল মোমিন (২২) জানান, কুমারখালী এলাকার প্রতিবেশী হায়দার হোসেন (২২), তার বাবা আশরাফ হোসেন (৪৮) ও মা হাসনা বেগমের (৪০) সাথে দীর্ঘদিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। আজ বৃহষ্পতিবার (২৩ মে) পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পনা মোতাবেক হায়দার,আশরাফ ও হাসনা বেগম তার ভাই নিহত মনোয়ার হোসেনের পথ আটকায়। এক পর্যায়ে আশপাশে মানুষজন না থাকায় সেই সুযোগে বাড়ি থেকে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তার ভাইকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে তিনি এগিয়ে যান ভাইয়ের কাছে। সেখানে গেলে তার ওপরও অতর্কিত হামলা চালানো হয়। এরপর স্থানীয় এক যবুকের সহযোগিতায় গুরুতর রক্তাক্ত অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মোঃ সাগর হোসেন জানান, তিনি বাড়িতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই চিৎকার শুনতে পান। তখন বাড়ি থেকে বের হয়ে দেখেন মনোয়ার হোসেন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার ভাই চিৎকার করছে। তখন একটি সিএনজি যোগে হাসপাতালে নিয়ে আসেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মো. রাজিব হোসেন বলেন,মৃত অবস্থায় হাসপাতালে মনোয়ার হোসেনকে নিয়ে আসা হয়েছিলো। তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত হার্ট পর্যন্ত পৌছে গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আঘাত হার্টে পৌছানো এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে রাস্তায় তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফ হোসেন ও হাসনা বেগম নামের দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত হায়দার হোসেনকেও গ্রেফতারের তৎপরতা চলছে। মরদেহটি নাটোর মর্গে প্রেরণ করে সুরতহাল প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS