ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মনিরুজ্জামান মাসুম (৪৮) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেলা সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (২৪ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুভাষ কুমার ঘোষ জানান, বন্দি মনিরুজ্জামানকে চিকিৎসার জন্য কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।
শুক্রবার (২৪ মে) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ওই বন্দির মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা উল্লেখ করেন Hypovdemic shock due to Acute watery diarrhoea।
বন্দি মনিরুজ্জামানের কয়েদি নম্বর (৪৬৮১/এ)।
তিনি পাবনার ঈশ্বরদীর পিয়ারপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। ঈশ্বরদী থানার একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।