বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের পর মাদক ব্যবসায়ী দারাব উদ্দীনকে (৬২) গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম সরলিয়া গ্রামের মরহুম সোয়াব আলীর ছেলে মাদক ব্যবসায়ী দারাব উদ্দীনের বাড়িতে তল্লাশি করে গতকাল শনিবার সকালে ভারতীয় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। ইতোপূর্বে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।