নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরের প্রাণকেন্দ্র মহিলা কলেজ মোড় নামকস্থানে ব্যস্ততম সড়কে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। উপজেলা সদরের প্রধান সড়ক থেকে দলারদরগা সড়কটির মুখেই গর্তের সৃষ্টি হয়ে তাতে পানি জমে।
আবার পানি একটু কমলে সেখানে কাদার সৃষ্টি হচ্ছে। জমে থাকা পানি আর কাদামাটির উপর দিয়েই বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে সকলের।
স্থানীয়রা জানায়, এ সড়ক দিয়ে বিভিন্ন বয়সী শিক্ষার্থী, ব্যবসায়ী, জনসাধারণসহ বিভিন্ন যানবাহনের যাতায়াত হয়ে থাকে। এছাড়াও উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষ উপজেলা সদরে যাতায়াত করে থাকে ওই সড়ক দিয়ে।
সড়কটির মহিলা কলেজ মোড় থেকে কুমারপাড়া পর্যন্ত বিভিন্ন জায়গায় ভেঙে গর্ত এবং সেগুলোতে কাদা পানি জমে থাকায় তা সকলের জন্য দুর্ভোগের সৃষ্টি করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।