হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সদরে কালিগঞ্জ হাটের মূল ড্রেন হাটের ময়লা আবর্জনা আর কাদামাটিতে ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনে জমে থাকা বৃষ্টির পানি, হোটেল ও চা দোকানের ময়লা আবর্জনার পচা পানিতে ড্রেন ভর্তি হয়ে পরিবেশ দূষণসহ দুর্গন্ধ ছরাচ্ছে।
হাটের মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা অভিযোগ করে বলেন, মসজিদে অজু ও ভিতরে নামাজ পড়তে চরম দুর্ভোগ পোহাতে হয়। শ্বাস প্রশ্বাসও নেওয়া যায় না। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিস্কার না করায় পানিতে মশা-মাছি জন্মায় এবং রোগ-জীবাণু ছড়ায়।
পথচারীরা বলেন, রাস্তা পারাপারের সময় নাকমুখ ঢেকে রাখতে হয়। একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি সম্পূর্ণ হাটে ছড়িয়ে পড়ে। মসজিদের মুসল্লি, পথচারী, স্কুলছাত্রীসহ এলাকাবাসী সকলেই হাটের ড্রেনগুলোর পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।