কক্সবাজার প্রতিনিধি: পর্যটন শহর কক্সবাজারে দায়িত্ব পালন করতে গিয়ে কটেজ জোনে অনৈতিক কাজে ধরা পড়ে সাময়িক বরখাস্ত হয়েছেন পুলিশের কনস্টেবল রাশেদুল ইসলাম। তিনি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে দায়িত্বরত ছিলেন।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
কনস্টেবল রাশেদুল ইসলাম এক নারীসহ শহরের হোটেল-মোটেল কটেজ জোনের সি গার্ডেন হোটেলে ওঠেন। তাকে নারীসহ স্থানীয়রা আটক করেন। এ সময় অনৈতিক কাজের অভিযোগ তুলে মারধার করে ও কাপড় ছিঁড়ে ফেলে। পরে ট্যুরিস্ট পুলিশকে খবর দেয় তারা।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে একজন সরকারি ব্যক্তিকে মারধর করায় অভিযুক্তদেরও আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।