ভিডিও

 গোপালগঞ্জে পরিত্যক্ত ভবনে নারীর গলাকাটা লাশ 

প্রকাশিত: জুন ০২, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট: জুন ০২, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। 
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, রোবাবার দুপুরে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরী হাটের একটি পরিত্যক্ত ভবন থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন তারা। 
পুলিশ বলছে, ষাটের্ধ্ব ওই নারী ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন। গত চার বছর ধরে তিনি ওই পরিত্যক্ত ভবনে বসবাস করছিলেন বলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন। 
তবে কী কারণে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। 

ওসি ফিরোজ আলম বলেন, “কী কারণে অজ্ঞাত পরিচয় ওই নারীকে হত্যা করা হয়েছে, তা আমরা এখনও উদঘাটন করতে পারিনি। তবে খুব দ্রুতই এই হত্যার কারণ জানতে পারবো বলে আমরা আশাবাদী।”
ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS