সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শিবালয় ইউনিয়নের অটোরিকশার চালক মো. আমিনুর ও ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ওই দুজন ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ডভ্যানটি দৌলতদিয়া ঘাটে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।