ভিডিও

দুপচাঁচিয়ায় ২টি অটো রাইস মিলে ৫৫ হাজার টাকা জরিমানা

প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগ

প্রকাশিত: জুন ০৩, ২০২৪, ১০:২৭ রাত
আপডেট: জুন ০৩, ২০২৪, ১০:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় দু’টি অটো রাইচ মিলে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

আজ সোমবার (৩ জুন) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সদরের ব্র্যাক অফিসের সামনে রাজকুমার বসাকের মালিকানাধীন অটো রাইচ মিলে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও একই অপরাধে সাহারপুকুর মিনা অটোরাইস মিলে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। পরে আটককৃত প্লাস্টিকের বস্তাগুলো আগুনে পুড়িয়ে ভষ্মিভূত করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসি-ল্যান্ড লিজা আক্তার বিথী জানান, বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় উপজেলার বিভিন্ন অটো রাইস মিল, রাইস মিলসহ বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS