ভিডিও

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায়  চালক ও হেলপার নিহত

প্রকাশিত: জুন ০৪, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট: জুন ০৪, ২০২৪, ০৭:০১ বিকাল
আমাদেরকে ফলো করুন

 কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে এক কাভার্ডভ্যানের ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন এ তথ্য নিশ্চত করেছেন।
নিহতরা হলেন- কুঁড়িগ্রামের বাসিন্দা সাগর (২২) ও বেলাল (১৭)।
ওসি এস এম লোকমান হোসাইন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছুপুয়া এলাকায় ঢাকাগামী সড়কে মালবাহী একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে অন্যগাড়ির সহায়তা চেয়ে চালক সাগর ও বেলাল তাদের কাভার্ডভ্যানটি সচল করতে চাইলে পেছন থেকে অন্যএকটি কাভার্ডভ্যান ওই গাড়িকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই সাগর ও বেলালের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ সময় ঘাতক কাভার্ডভ্যানটিকে জদ্ধ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS