ভিডিও

ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

প্রকাশিত: জুন ০৪, ২০২৪, ০৯:৩৯ রাত
আপডেট: জুন ০৪, ২০২৪, ০৯:৩৯ রাত
আমাদেরকে ফলো করুন

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে শাহ আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।

 

এর আগে শনিবার (১ জুন) বিকালে টেকনাফের হ্নীলা পানখালি এলাকায় এ ঘটনা ঘটে। শাহ আলম ওই এলাকার মৃত ফকির আহমেদের ছেলে।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসাইন আহমেদ জানান, ওই দিন বিকালে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শাহ আলমকে ছুরিকাঘাত করেন তার ছেলে।

 

এসময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শাহ আলম মারা যান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ হতে এখনও অভিযোগ দেয়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS