বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধনতলা ইউনিয়নে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
আজ বুধবার (৫ জুন) ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের চানপাড়া গ্রামে মো. ফজিল উদ্দীনের ছেলে আবু হাসান ওরফে সাদ্দাম (৩২) তার শয়ন ঘর থেকে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে একই ইউনিয়নের কাচনাপাড়া গ্রামের সমির উদ্দীনের ছেলে মসিরুল (৩৫) এর শয়নঘর হতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভিতর ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ তাদেরকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের পুলিশ ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।