পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মো. হাফিজুল ইসলাম প্রামাণিক বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭১ হাজার ১৬৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী আব্দুল গফুর (দোয়াত কলম) পেয়েছেন ৬২২৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আমিরুল মোমেনিন মমিন (তালা) ৫২৮৬৩ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা নাসরিন (কলস) ৫৬১৯৬ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (৫ জুন) রাত ৯টার দিকে সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। উপজেলার ১০১ টি ভোট কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৫ হাজার ৩৫২ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।