ভিডিও

ঠাকুরগাঁওতে কচুর বাম্পার ফলন দাম বেশি হওয়ায় কৃষকের মুখে হাসি

প্রকাশিত: জুন ০৭, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট: জুন ০৭, ২০২৪, ০৭:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের হরিপুর কচুর বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভাল পাওয়ায় কচু চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে।

হরিপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, কচুর আবাদ কম হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবার ৭ হেক্টর জমিতে লতিকচু ও দেশি কচুসহ বিভিন্ন জাতের কচুর আবাদ হয়েছে।

হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, দুই বিঘা জমিতে কচু চাষ করেছেন। এবার কচুর ফলন গতবারের চেয়ে বেশি হচ্ছে। বর্তমানে বাজারে দেশি কচু ১শ’ আর কচুর লতি ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষেতে এসে নিয়ে যাচ্ছে এসব কচু।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন বলেন, কচু চাষের প্রতি উপজেলার কৃষকের দিন দিন আগ্রহ বাড়ছে। কম খরচ ও অল্প সময়ের মধ্যে অধিক ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষক অতি সহজেই তার ক্ষতি পুষিয়ে নিতে পারে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS