পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে ১০১৫ পিস ইয়াবা পাচারকালে বাবা-ছেলেকে আটক করেছে র্যাব ১৩। গত বৃহস্পতিবার র্যাব ১৩ এর প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলার পীরগঞ্জ থানা বাজার এলাকায় টহল ডিউটি, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ থানার পঁচাকান্দর এলাকায় অভিযান চালিয়ে ১০১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক কারবারি উপজেলার পঁচাকান্দর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আব্দুল হাদী (৫০) ও আব্দুল হাদীর ছেলে আল আমীনকে (২১) আটক করা হয়।
র্যাব ১৩ অধিনায়ক কামরুল হাসান জানান, প্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক আসামীদ্বয়কে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।