ভিডিও

বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত

প্রকাশিত: জুন ০৮, ২০২৪, ০২:১৮ দুপুর
আপডেট: জুন ০৮, ২০২৪, ০২:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ও বৈরী আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।  
শনিবার (৮ জুন) রাঙামাটির সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে হেলিসর্টি কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো যাচ্ছে না। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে বাঘাইছড়িতে নির্বাচন স্থগিত করে ইসি।
এদিকে বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচনে বাঘাইছড়িতে শনিবার সকাল-সন্ধ্যা (ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা) সড়ক ও নৌপথ অবরোধ পালন করছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS