সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর শহরের প্রাচীন ইলিয়ট সেতুর (বড়পুল) উপরে ছাদ খোলা গাড়ি থেকে ভিডিও করার সময় লোহার পাইপের আঘাতে রবিউল আজিম তনু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ জুন) ভোরে সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে। তনু সাতক্ষীরার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার রাতে বন্ধু মঈনুদ্দিনের আমন্ত্রণে তনুসহ তিনজন ঢাকা থেকে সিরাজগঞ্জ আসে। আজ শনিবার (৮ জুন) সকালে ছাদ খোলা গাড়ি নিয়ে চার বন্ধু ঘুরতে বের হয়।
পরে শহরের ইলিয়ট সেতুর সৌন্দর্য গাড়ির উপর থেকে মোবাইলে ধারণ করার সময় সেতুর উপরে থাকা লোহার পাইপের সাথে মাথার পেছনে ধাক্কা লাগে।
এতে গুরুতর আহত তনুকে স্থানীয়দের সহযোগিতায় বন্ধুরা সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।