ভিডিও

রংপুরে ভূমি ও গৃহহীনরা পাচ্ছেন ১ হাজার ৪৯ টি নতুন ঘর

প্রকাশিত: জুন ১০, ২০২৪, ০৭:২৩ বিকাল
আপডেট: জুন ১০, ২০২৪, ০৭:২৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আগামীকাল মঙ্গলবার সকালে জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ ও রংপুর সদর উপজেলার ভূমি ও গৃহহীনদের মাঝে ১ হাজার ৪৯টি গৃহ হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি আরও জানান, ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার ৮টি উপজেলায় মোট ৫ হাজার ৩০৩টি গৃহ ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা, লবণ উৎপাদন, মজুদ ও মূল্য পরিস্থিতিসহ কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণে লবণের ব্যবহার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS