লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পাটক্ষেত থেকে জুনায়েদ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাহিদ নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
গতকাল রোববার রাতে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে ছেকনাপাড়া এলাকার পাটক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়। শিশুটি ওই এলাকার অটোরিকশাচালক দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যার আগে শিশু জুনায়েদ খেলতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার পরিবার। শিশু জুনায়েদকে শিয়াল নিয়ে যেতে পারে সন্দেহে এলাকার পাটক্ষেতে খুঁজতে শুরু করে।
একপর্যায়ে পাটক্ষেতে শিশু জুনায়েদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আজ সোমবার (১০ জুন) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
রাতেই নাহিদ নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।