ভিডিও

রাণীশংকৈলে আগুনে কৃষকের দুই লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০৮:৩৬ রাত
আপডেট: জুন ১১, ২০২৪, ০৮:৩৬ রাত
আমাদেরকে ফলো করুন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে আগুনে পুড়ে কৃষকের গোয়ালঘর, রান্নাঘর ও গবাদি পশু, বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আজ মঙ্গলবার (১১ জুন) সকালে কৃষক মাসুদ রানার বাড়িতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্নাঘরের চুলার জ্বলন্ত ছাই থেকে পাশে থাকা শুকনা খড়ির মাধ্যমে আগুন লাগার সূত্রপাত হয়। এসময় ১টি বসতঘর, ২টি গোয়ালঘর, একটি খড়িঘর, ১টি রান্নাঘর এবং একটি ষাঁড় পুড়ে মারা যায়।
রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাসিম ইকবাল জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS