ভিডিও

রাজশাহীর ১৯ উপজেলা চেয়ারম্যানকে শপথ করালেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০৯:৪৩ রাত
আপডেট: জুন ১১, ২০২৪, ০৯:৪৩ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিভাগের ১৯ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানেরা শপথ নিয়েছেন। পাশাপাশি এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানেরাও শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের এ শপথবাক্য পাঠ করান।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয় শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এসব জনপ্রতিনিধিদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১১ মে রাজশাহী বিভাগের এই ১৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো- রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর; জয়পুরহাটের জয়পুরহাট সদর ও পাঁচবিবি, বগুড়ার দুপচাঁচাচিয়া, আদমদীঘি ও কাহালু, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর, নাটোরের লালপুর ও বাগাতিপাড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ এবং পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS