চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকার খালে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ জুন) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই মরদেহ উদ্ধার করে। তবে আরেকজনের খোঁজ এখনও পাওয়া যায়নি।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ফিশারীঘাটের চাক্তাই খালের স্লুইসগেট এলাকায় ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালালেও সফল হয়নি। বুধবার সকাল থেকে আবার তাদের উদ্ধারে অভিযান শুরু করলে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, ওই দুই শিশু কর্কশিট নিয়ে খেলা করছিল পানিতে। হঠাৎ তারা পানিতে তলিয়ে যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।