কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানা থেকে বিভিন্ন অপরাধের ২৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
এরমধ্যে ফুলবাড়ী ও নাগেশ্বরীতে ওয়ারেন্ট মূলে ২ জন, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর, রাজারহাট ও কচাকাটায় ৩জন, সদরে সিআর ওয়ারেন্ট মূলে ২ জন, নিয়মিত মামলায় ফুলবাড়ী ও রৌমারীতে ৬ জন, পূর্বের মামলায় উলিপুর, ভূরুঙ্গামারী ও রৌমারীতে ৯ জন, ১৫১ ধারায় সদর উপজেলায় ১ জন ও ৩৪ ধারায় সদরে ২ জনসহ মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।