ভিডিও

টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৭:০০ বিকাল
আপডেট: জুন ১২, ২০২৪, ০৭:০০ বিকাল
আমাদেরকে ফলো করুন

ফরিদপুর সদর উপজেলায় টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাবিব মৃধা (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর লাবিব মৃধা সদর উপজেলার দক্ষিণ টেপাখোলা এলাকার হরিসভা মহল্লার বাসিন্দা মো. লিটন মৃধার ছেলে। সে এ বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে দুটি মোটরসাইকেল নিয়ে গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের মধ্যে রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে আড্ডা ও টিকটক বানানোর জন্য ভিডিও করছিল সে। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিব মৃধার সঙ্গে থাকা তিন বন্ধু দ্রæত সরে যেতে পারলেও লাবিব ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে প্রথমে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, পরে রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, খবর পেয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় বন্ধুদের সঙ্গে টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS