নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চরমজিদ গ্রামে মারা যায় তারা।
মারা যাওয়া শিশুরা হলো- একই গ্রামের আবুল কালামের মেয়ে ইসরাত জাহান (১০) ও আফরিন আক্তার (৬ )। ইসরাত স্থানীয় জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ও আফরিন একই মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, ইসরাত ও আফরিন মাদরাসা থেকে বুধবার দুপুর ১টার দিকে বাড়িতে ফেরে। পরে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ হয়ে গেলেও শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। পরে তারা পুকুরে নেমে দুই বোনকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আরও নিশ্চিত হতে পরিবার ইসরাত ও আফরিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসক ইসরাত ও আফরিনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।