ভিডিও

সাঘাটায় অগ্নিকান্ডে গবাদিপশুর মৃত্যু ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ০৬:০২ বিকাল
আপডেট: জুন ১৪, ২০২৪, ০৬:০২ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় গোয়াল ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি গবাদিপশুর মৃত্যু ও গোখাদ্য (খড়) পুড়ে ৪টি পরিবারের ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার ঘুড়িদহ গ্রামে (দক্ষিণপাড়া) ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে রাত ২টায় গ্রামের মৃত মালেক উদ্দিনের ছেলে আব্দুস ছাত্তারের গোয়াল ঘরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। সাথে সাথে ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। এসময় তিনটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ছাত্তারের ৩টি গরু, ছাত্তারের ছেলে আশরাফুলের ২টি গরু এবং হায়দার আলীর ২টি ছাগল পুড়ে মারা যায়। এছাড়া হায়দার আলী ও সানোয়ার রহমান নামে দু’জনের প্রায় ২০ হাজার টাকা মূল্যের গো-খাদ্য(খড়) পুড়ে যায়। এতে ৪ পরিবারের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সাঘাটা উপজেলা ফায়ারসার্ভিস স্টেশন কর্মকর্তা জাফর শেখ জানান, সংবাদ পেয়ে সাথে সাথে উদ্ধারকর্মীসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS