নবাবগঞ্জে কারখানা থেকে তিনটি
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পৃথক ৩টি মিল কারখানা থেকে একইরাতে ৩টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের দলার দরগাহ বাজারে। চুরি শেষে চোর তার সাথে যোগাযোগ ও মিটার ফেরত পেতে টুকরো কাগজে মোবাইল নম্বর ঘটনাস্থলে রেখে গেছে।
ভু’ক্তভোগীরা জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে দলার দরগাহ বাজারের কামাল হোসেন, আতোয়ার আলী ও আকরাম হোসেন নামে ব্যবসায়ীদের তেলের মিল, কাঠের মিল ও বরফ কলের ৩টি মিটার চোরেরা চুরি করে নিয়ে যায়।
একইসাথে ঘটনাস্থলে ০১৬১৫৩৯৪৭৬৮ নম্বর রেখে দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলে। চোরের রেখে যাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে ১০ হাজার টাকা দাবিসহ ০১৭৪৩১২৪২৮৯ বিকাশ নম্বর দেয়। টাকা দিলে চোরাই মাল ফেরত দেবে বলে জানানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।