বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে দুই হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইয়াসিনের ছেলে সিরাজ উদ্দিন (২০) ও মোস্তাক আহাম্মদের ছেলে জাহেদ হোসেন (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদে এসআই পাভেল মল্লিকের নেতৃত্বে অভিযানে ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে তল্লাশি করে লুকানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।