উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে কানের দুল কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রাশিদা খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার (১৫ জুন) সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের স্বরপদী এলাকায় ঘটনাটি ঘটে। রাশিদা এলাকার মৃত রাশেদুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, রাশিদা পার্শ্ববর্তী দলদলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। কয়েকদিন থেকে মেয়েটি তার মায়ের কাছে স্বর্ণের কানের দুল কিনে দেওয়ার বায়না ধরে। আজ শনিবার (১৫ জুন) সকালে আবারও কানের দুল কেনার জন্য মাকে বললে তার মা বকাবকি করে। এতে অভিমান করে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা দায়ের করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।