লালমনিরহাট প্রতিনিধি : লালমনিহাটের পাটগ্রামে স্বামীর মৃত্যুর সাত ঘণ্টা পর মারা গেছেন মঞ্জু আরা বেগম নামের এক নারী। পরে তাদের জানাজা শেষে পাশাপাশি দাফন করা হয়। আজ শনিবার (১৫ জুন) ভোর ৪টায় মারা যান উপজেলার বাউড়া ইউনিয়রের রসুলপুর গ্রামের হাসান আলী।
এ ঘটনার সাত ঘণ্টা পর বেলা ১১টার দিকে মারা যান তার স্ত্রী মঞ্জু আরা বেগম। হাসান আলী ও মঞ্জু আরা বেগম দম্পতির তিন মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। আরেক এক মেয়ে স্থানীয় সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
এলাকাবাসী জানান, হাসান আলী ও তার স্ত্রী মঞ্জু আরা বেগম একে অপরকে খুবই ভালোবাসতেন। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে পারেননি মঞ্জু আরা। স্বামী- স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।