মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কোরবানির গরুর শিংয়ের আঘাতে এক খামারির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার আজিমনগর ইউনিয়নের চরাঞ্চল হাতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার ওসি শাহ নূর এ আলম জানান।
নিহত জীবন খাঁ (৪৫) ওই এলাকারই বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি গরু লালন-পালন করতেন।
পরিবারের বরাতে আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, জীবন খাঁ বাড়ি থেকে গরু নিয়ে ঢাকার দোহারের জয়পাড়া হাটে যাচ্ছিলেন। পথে গরুটি উত্তেজিত হয়ে শিং দিয়ে আঘাত করলে তিনি ঘাড়ে আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। কিছুক্ষণ পরে তিনি মারা যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।