ভিডিও

গোপালগঞ্জে স্কুলছাত্রকে হত্যা করল বন্ধুরা

প্রকাশিত: জুন ১৯, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট: জুন ১৯, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুদের বিরুদ্ধে আপন শেখ (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। সে কাশিয়ানীর বাঘঝাপা গ্রামের তুহিন শেখের ছেলে এবং কাশিয়ানী পাইলট হাইস্কুলের ছাত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চার বন্ধুকে আটক করেছে।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে আপন শেখকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানে তারা রেল ব্রিজের উপর বসে গল্প করে। কিছুক্ষণ পরে তার দুই বন্ধু ব্রিজের নিচ থেকে আহত অবস্থায় আপন শেখকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপন শেখের বাবা তুহিন শেখ ও চাচা শাহিন শেখ বলেছেন, বাড়ি থেকে আপনের বন্ধুরা ডেকে নিয়ে গেছে। তারা একসাথে গেম খেলে এবং পরে পরিকল্পিতভাবে আপনকে তার বন্ধুরা হত্যা করেছে।তারা হত্যাকারীদের বিচার দাবি করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS