ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চাঞ্চল্যকর শিশু গণধর্ষণ মামলার পলাতক আসামি সোহান ওরফে টেরা সোহানকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মাগুড়া জেলার শ্রীপুর থানার নাকোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার কে এম শাইখ আকতার জানান, জেলার মধুখালী এলাকার শিশু গত ২৮ মে সকালে স্কুলে যাবার পথে বাসা থেকে বের হবার পর নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির পিতা মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে ২ জুন মধুখালীর স্থানীয় একটি বাজার থেকে শিশুকে উদ্ধার করা হয়। এ বিষয়ে শিশু তার স্বজনদের কাছে জানান, জোরপূর্বক তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ১ জুন রাতে তুহিনসহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে তুহিনের বাড়িতে নিয়ে যায়। পরে মুহিন, সোহান ও অন্তর মিলে তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় ২ জুন তাকে স্থানীয় একটি বাজারে ফেলে যায় ধর্ষণকারীরা।
এ ঘটনায় মধুখালী থানায় সোহান, অন্তর ও তুহিনসহ অজ্ঞজানামা আরো দুইজনকে আসামি করে অপহরণ ও গণধর্ষণ মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। মামলা দায়েরের পর আসামি গ্রেফতারে জন্য গোপন তথ্যের ভিক্তিতে বুধবার সকালে মাগুড়া জেলার শ্রীপুর থানার নাকোল এলাকা থেকে গ্রেফতার করা হয় মামলার অন্যতম আসামি টেরা সোহানকে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত টেরা সোহানকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।