মফস্বল ডেস্ক : রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ জুন) মধ্যরাতের যে কোন সময় যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগের একটি বাসায় এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন শফিকুর রহমান (৬০) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০)।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মো. তৌহিদুল হক মামুন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর ওই বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় বাসায় ঢুকে তাদের কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।