বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বগুড়া জেলার সোনাতলা থানার মধুপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের মেয়ে ডা. মোছা. রুমানা আক্তারকে বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরেছেন তিনি। যা দেখতে দুপুর থেকেই তার বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা।
জানা যায়, উপজোলার চরকাটিহারী গ্রামের শাহাবুদ্দিন সর্দার ও সেলিনা দম্পতির ৩ ছেলে মেয়ের মধ্যে সবার ছোট রাজিব। ছেলের জন্মের পর থেকে মা স্বপ্ন বুনেন ছোট ছেলের বউ বাড়ি আনবেন হেলিকপ্টারে চড়িয়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আকাশ পথে বধূ নিয়ে বাড়িতে আসলেন ছেলে। এ সময় বরের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমান। এদিকে, হেলিকপ্টারে চড়ে বধূ নিয়ে আসায় খুশি বাবা-মাসহ এলাকাবাসী।
ওই যুবকের মামা বিল্লাল সর্দার ও চাচাতো ভাই পারভেজ সর্দার বলেন, আমরা গর্বিত হেলিকপ্টারে চড়ে। আমাদের বাড়িতে নববধূ আসছে। হাজার হাজার লোকের সমাগম হয়েছে।
এ বিষয়ে বরের মা সেলিনা আক্তার বলেন, রাজিব আমাদের ছোট সন্তান। ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে করছি।
জিনারী ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন মায়ের স্বপ্ন পূরণ হয়েছে এতে অনেক খুশি হয়েছি। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় দোয়া রইলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।