নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি ডিগ্রি কলেজের পাশে কচুরিপানাযুক্ত ডোবায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আবু জুবায়ের বলেন, সেচ দিতে গিয়ে ডোবায় মরদেহটি দেখতে পায়ে সেনবাগ থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের অবস্থা বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।