যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব প্রায় ১৬ মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার (২১ জুন) বিকাল ৩টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে নিরব নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। এসময় কারাফটকে বিএনপির এবং যুবদলের শতাধিক নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাইফুল আলম নিরবকে।
রাজধানী কাওরান বাজারের রেলগেট থেকে ২০২৩ সালের ৩রা মার্চ সাইফুল আলম নিরবকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন মামলায় আটকের পর সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এসময়ে ৪ দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। আর ৭টি মামলায় আদালত সাইফুল আলম নিরবকে সাড়ে ২১ বছরের সাজা দেন জানিয়েছেন তার আইনজীবী ইনজামুল হক সুমন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।