মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থেকেও নিজেকে রক্ষা করতে পারলো না আব্দুস সালাম নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গত বৃহস্পতিবার রাতে সে পুলিশের হাতে ধরা পড়েছেন। মিঠাপুকুর থানা পুলিশের একটি টিম দিনাজপুরের বিরামপুর থানার নটকুমারী গ্রামে অভিযান চালিয়ে আব্দুস সালামকে গ্রেপ্তার করে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ১৯৮৬ সালের একটি হত্যা মামলায় আব্দুস সালামকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে সে দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে ছিল। কিছুদিন আগে সে বিরামপুর থানা এলাকায় আত্মগোপনে থেকে জীবিকা নির্বাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানা পুলিশের একটি টিম সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। সে মিঠাপুকুর উপজেলার আকবপুর গ্রামের বশির উদ্দীনের ছেলে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।