মফস্বল ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন মন্ডল (৩২) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা স্ত্রী হাজেরা বেগম (২৬) গুরুতর আহত হন। শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন মন্ডলের বাড়ি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত স্ত্রী হাজেরা বেগমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, মোটরসাইকেলে রতন মন্ডল স্ত্রীকে সঙ্গে নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় রংপুরগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রতন নিহত ও আহত হন স্ত্রী। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।