নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯টা থেকে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যেকোন সময় উপজেলার বিনোদনগর ইউনিয়নের তর্পণঘাট (লালঘাট) গ্রামে। সে ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
শফিকুলের স্ত্রী রিনা বানু (৩২) পুলিশকে জানায় তার স্বামী মাদকাসাক্ত। প্রায় সময় তাকে নির্যাতন করতো। এমতাবস্থায় গত ১৭ জুন সে ২ সন্তানসহ স্বামীর বাড়ি ছেড়ে বিরামপুর উপজেলা এলাকায় বাবার বাড়িতে চলে যায়। গতকাল শনিবার রাতে সে সংবাদ পায় তার স্বামী নিজ বাড়ির শয়নঘরের তীরের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ জানায় এ ব্যাপারে আজ রোববার (২৩ জুন) নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন দাবি না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।