ভিডিও

ঈদের পর হিলিতে পেঁয়াজের দাম আবার বাড়ছে

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট: জুন ২৩, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ঈদের পর দিনাজপুরের হাকিমপুর হিলিতে পেঁয়াজের দাম আবার ঊর্ধ্বমুখী। দু’দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। ব্যবসায়ীদের মতে, বাজারে সরবরাহ কম থাকায় এ অঞ্চলে পেঁয়াজের দাম বাড়ছে।

জানা যায়, দু’দিন আগেও হিলিতে দেশি পেঁয়াজের দাম ছিল কেজিতে ৮০ টাকা। এখন তা বেড়ে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকায়। হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ঈদের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আটদিন পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।

এসময় দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কম। ফলে দেশি পেঁয়াজের ওপর চাপ বাড়ায় মোকামগুলোয় দাম আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

তারা আরও জানান, ঈদের ছুটির পর হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশি পেঁয়াজের ওপর থেকে চাপ কমে আসতে পারে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS