রংপুর প্রতিনিধি : রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়ার একটি বিল থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
আজ রোববার (২৩ জুন) সকালে ইউনিয়নের কাটাবাড়ি জমিদারপাড়া বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মাথা থেকে মুখ পর্যন্ত পুড়িয়ে দেওয়ায় লাশটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আনোয়ারুল ইসলাম জানান, সকালে স্থানীয় এক মৌলভী লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়া হয়। লাশের মুখ আগুন অথবা এসিড দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের ওসি বজলুর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই কাজ করছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।