সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে আমের ক্যারেটে লুকিয়ে রাখা ১৩ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় শান্ত আহমেদ (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২৩ জুন) দুপুরে সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার ও মাদক কারবারিকে আটক করা হয়। আটক শান্ত আহমেদ কুষ্টিয়া জেলার বাসিন্দা।
র্যাব জানায়, শনিবার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় র্যাব-৪ ও র্যাব-১২ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আমের ক্যারেটে লুকানো অবস্থায় ৩৯২ পিস ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বর্তমান বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শান্ত ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
আটককৃতের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।