ভিডিও

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায়  ১৫ বাল্কহেড জব্দ, আটক ২৩

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৮:৫৭ রাত
আপডেট: জুন ২৩, ২০২৪, ০৮:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

চাঁদপুর প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করায় চাঁদপুরের মেঘনা নদী থেকে ১৫টি বাল্কহেডসহ ২৩ জনকে আটক করেছে নৌ পুলিশ।

রোববার সকাল পর্যন্ত জেলার নৌ সীমানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মো. শাহীন (৩২) মো. দিদার (২২) মো. শরিফ (৩২) মো. সোহেল (৩০) মো. মাঈন উদ্দিন (২৮) মো. শহিদুল (৪২) মো. আরিফুল হোসেন (৩৩) মো. শহিদুল ইসলাম (৫০) মো. আল আমিন (৩৮) মো. আমির হোসেন গাজী (৬৫) মো. স্বপন (২৮) মো. গিয়াস উদ্দিন (২৮) মো. ফিরোজ (২৭) মো. মিজান (৩৫) ও মো. সুমন (২৮)। তারা নোয়াখালী, ল²ীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনার বাসিন্দা বলে জানা গেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানান, ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চ নির্বিঘেœ চলাচল নিশ্চিতে বাল্কহেডের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই মোতাবেক মেঘনা নদীতে অভিযান চালায় নৌ পুলিশ। আটকদের বিরুদ্ধে বাল্কহেডের কাগজপত্র গরমিল ও চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS