ভিডিও

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ১০:৩৪ রাত
আপডেট: জুন ২৩, ২০২৪, ১০:৩৪ রাত
আমাদেরকে ফলো করুন

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মারা যান তিনি। তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, বগুড়া থেকে গাইবান্ধার দিকে আসছিল একটি ট্রেন। ওই নারী শহরের স্টেডিয়াম সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন দেখতে পেয়ে তিনি দৌড়ে লাইনের ওপর উঠে দাঁড়ান।

এরপরই তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান। মারা যাওয়া নারীর পরনে ছিল লাল রঙের শাড়ি। হাতে একটি মোবাইল ফোনও ছিল। তার নাম-পরিচয় জানা যায়নি।

গাইবান্ধার বোনাপাড়া রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মারা যাওয়া নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আগামীকাল সোমবার ময়নাতদন্ত শেষে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS