ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : সাধারণত বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। এ সময় সাপের আবাসস্থল ধ্বংস হওয়ায় সাপ উঁচু জমিতে, বাড়ির আনাচে-কানাচে, ঝোঁপঝাড়ে অবস্থান করে। কিন্তু এ সাপ নিয়ে মানুষের ধারণা ও ভীতি এবার অন্যরকম।
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বিষাক্ত রাসেলস ভাইপার সাপ দেখা দেওয়ায়, বর্তমানে আতঙ্কের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে রাসেলস ভাইপার। এ নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতেও জল্পনা-কল্পনার শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণায় এ আতঙ্ক আরও বেড়েছে। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসক।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানিয়েছেন ফুলবাড়ীতে বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা না মিললেও আতঙ্কিত রয়েছে সাধারণ মানুষ। রাসেলস ভাইপার সাপের এন্টিভেনম পর্যাপ্ত মজুদ রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।