ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে কলেজছাত্রীকে অপহরণ করে হোস্টেলে দুই দিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ মামলায় গ্রেফতারকৃত কলেজছাত্র সুব্রত রায়কে (১৯) সোমবার দুপুরে কারাগারে পাঠিয়েছেন আদালত। শারীরিক পরীক্ষা শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই ছাত্রী।
পুলিশ জানায়, উপজেলার চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের হরিমোহন মহাজন বাড়ির নারায়ণ চন্দ্র রায়ের ছেলে সুব্রত রায় গত ২১ জুন সোনাগাজী কলেজের এক ছাত্রীকে কৌশলে অপহরণ করে। সে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের হোস্টেলে নিয়ে দুদিন আটকে রেখে ৩০১নং কক্ষে ওই ছাত্রীকে ধর্ষণ করে। সুব্রত ওই কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র। পরে রোববার ভোর চারটার দিকে ওই ছাত্রীকে কক্সবাজারে নিয়ে যাওয়ার পথে সোনাগাজী-ফেনী সড়কের ডাকবাংলা নামক স্থানে পুলিশি চেকপোস্টে তাকে আটক করে পুলিশ এবং কলেজছাত্রীকে উদ্ধার করে।
সোমবার ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে বিকালে ২২ ধারায় জবানবন্দি দেন ওই ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে সুব্রত রায়কে আসামি করে মামলা দায়ের করেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।